রণদেব দাশগুপ্ত
রণদেব দাশগুপ্ত পেশায় পদার্থবিদ্যার শিক্ষক। বাস বারাসতে। ১৯৮৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১২৫তম জন্মবর্ষে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শ্রেষ্ঠ যুবকবির স্বীকৃতি পান। আমেরিকার ইনার চাইল্ড প্রেস লিমিটেড প্রকাশিত কিরীটি সেনগুপ্তর ‘দ্য রিসাইটিং পেনস’ (২০১৪)-এ সমসাময়িক তিনজন বাঙালি কবির মধ্যে স্থান পেয়েছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ৬টি। অসংখ্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর কবিতা ও নিবন্ধ।