মাতৃভাষা দিবস
জীবনানন্দ যা দেখেছিলেন রূপসী বাংলাদেশ
বোধহয় তা শুধু ওপারে রয়েছে, এপারে কি তার রেশ
রয়েছে আদৌ, ওপারে গর্বে বাংলাতে কথা বলে
সকলে, ভাষার মূল্য কি তারা সবাই সঠিক জানে
বহু রক্তের বিনিময়ে পাওয়া ভাষাকে সবাই চায়
এপারে কিন্তু বিদেশি ভাষায় সুদক্ষ জননীরা
ছেলেমেয়ে কেউ বাংলা বললে মুখ ঢাকে লজ্জায়
যদি তারা ভাল বাংলা না জানে জননীরা দলে দলে
আনন্দে হন অস্থির, নেই বিন্দুমাত্র ব্রীড়া
ছেলেমেয়ে ভাল ইংরিজি জানে এতেই তাঁদের সুখ
আমেরিকা ডাকে হাতছানি দিয়ে, যেতে সব উন্মুখ
অস্ত্র দেখেও নির্ভয়ে তারা পেতে দিয়েছিল বুক
ওপারে, ভাইকে মারার জন্য উদ্ধত বন্দুক
এপারে তখন, বনলতা সেন নাটকে দেখান মুখ
ওপারে, শক্তি সুনীল এখনও প্রায়শই প্রকাশিত
বাংলা বলার লজ্জায় ভয়ে এপারে অনেকে ভীত
এপারের প্রতিভার উল্লেখ ওপারে নাটকে ঘটে
ওপারে বাংলা নিজ মহিমায়, নিশ্চিত সংকটে
এপারে বাংলা, ওপারে নাটকে বাংলার গৌরব
জ্বালিয়ে রাখেন নিশ্চিতরূপে করিম মোশাররফ।