মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে


মলয়চন্দন মুখোপাধ্যায়
কী যে জাদু বাংলাভাষায়! আর ব্যাপ্তি। একহাতে সে উপহার দেয় বৈষ্ণবপদাবলীকবিতা, অন্যহাতে ময়মনসিংহগীতিকা। আবিশ্বের বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাভাষা পড়ানো হচ্ছে,— মেলবোর্ন, লন্ডন, টোকিও, বেইজিং, মন্ট্রিল-সহ একশোটি বিশ্ববিদ্যালয়ে। ব্রিটেন থেকে বেরোয় বারোটি সাপ্তাহিক বাংলা পত্রিকা। আছে দৈনিক পাক্ষিক মাসিক পত্রিকাও। বিদেশিদের গবেষণা মাইজভাণ্ডারী দর্শন (হানস হার্ডার, জার্মানি) থেকে অশ্বিনীকুমার দত্ত, চাকমা ভাষা থেকে লালন পর্যন্ত ব্যাপ্ত। ব্যারি মরিনসন, এলভিয়েতা ওয়ালটার, মারিয়েন ম্যাডার্ন (মেলবোর্ন) বাংলাভাষা নিয়ে বিদেশি গবেষকদের সামান্য কয়েকটি নাম।