শতবর্ষে মহানায়ক উত্তমকুমার


মলয়চন্দন মুখোপাধ্যায়
'মহা' শব্দটি মহান আর বিশাল, এই দুই অর্থে ব্যবহৃত হয়। যেমন 'মহাকাব্য' বা 'মহারাজ'। কাব্য আর রাজার চেয়ে তার মাত্রা ভিন্ন, মহিমা অনেক বেশি তাৎপর্যময়। উত্তম বাংলা চলচ্চিত্রের সেই তাৎপর্যময়তার একমাত্র উদাহরণ। যাঁকে শ্রদ্ধাভরে আমরা 'কিংবদন্তি'-ও বলে থাকি। তাই সত্যজিৎ রায়ের মতো আরেক কিংবদন্তি তাঁকে নিয়ে চিত্রনাট্য লেখেন, ছবি বানান, আর সে ছবির ‘নায়ক’ হন উত্তমকুমার।