Search
Generic filters
Search
Generic filters
সুজয় ঘোষ

সুজয় ঘোষ

সুজয় ঘোষ মূলত চলচ্চিত্র গবেষক। গদ্য লেখার অভ্যেস আছে। এখনও পর্যন্ত গদ্যের বই একটি, উপন্যাস: ‘একটি টবের গাছকে’। গবেষণামূলক বই: ‘মশালচি: বিভূতিভূষণের রচনায় খাওয়াদাওয়া, শাকসবজি, বনলতা’, ‘একজন পরশপাথর: অভিনেতা তুলসী চক্রবর্তীর জীবনকাহিনি’, ‘কলকাতার সিনেমা হল’। সংকলন গ্রন্থ: ‘আলাপচারিতায় সেকালের চিত্রতারকা’, ‘আমার কথা: বেতার ও রেকর্ড সংগীতশিল্পীদের স্মৃতিচারণ’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

উত্তমের ছবি

India’s First Bengali Story Portal. প্রতিটি দৃশ্য প্রতিটি ফ্রেমে নিজেকে সন্দেহভাজন করে তোলা আবার মুহূর্তে নিজেকে সন্দেহের ঊর্ধ্বে সপ্রমাণের চেষ্টা অবাক করে। শুঁটকি মাছের ব্যবসায়ী শুনে মি. সমাদ্দারের দিকে ঝটিতি তাকানো জেশ্চরিয়াল অ্যাক্টিংয়ের মাস্টারপিস; কোথাও আমরাও বোধহয় শুঁটকি মাছের গন্ধে নাক কুঁচকে উঠি। ব্যারিস্টার মিত্তিরের দপ্তরে ‘সোমার জন্য আমি সব করতে পারি’ বলে ত্বরিতে উঠে যাওয়ার দৃশ্য মেথড অ্যাক্টিংয়ের সমস্ত প্রথা ভেঙেচুরে ফেলে; আন্ডার অ্যাক্টিংয়ের নমুনা আমাদের ঠুলিপরা চোখ খুলে দেয়। উত্তমের শ্রেষ্ঠ অভিনয় মূলত ষাটের দশক জুড়েই; তারমধ্যে ‘শেষ অঙ্ক’ একটা আনকাট ডায়মন্ড।

Read More »