India's First Bengali Daily Magazine. কত আকাশের জন্ম প্রতিদিন, জন্ম হয় কত অনন্তের;/ কত প্রজাপতি কাজ করে চলে, ফুল ফোটে, কত যে রঙের;/ কে জানে, কে রাখে সে হিসাব, খোঁজ? হলুদের পাশেতে কোন রং/ ভাল লাগে, কার পাশে কী মানায়, মনে এসে কে জানায়, কে জানে!/ বুঝি সে সুন্দর? তার আছে যে অন্তর, সে না জানালে কী করে জানি?/ আজন্ম যা বোঝায় সে, তাই বুঝি, খোঁজালেই খুঁজি তাকে আমি