তীর্থঙ্কর মৈত্রের একগুচ্ছ কবিতা


তীর্থঙ্কর মৈত্র
চারিদিকে কোলাহল, জগতে বিমান উড়ানের ফলে/ তোমার এই 'মুক্ত' ভাব, আগন্তুক এক যেন চিরকাল;/ আকাশের এই নীল তাঁবুর আশ্রয়ে সে তো ঊর্ধ্বগামী—/ এ কথা চড়াই পাখি বোঝে বলো, বোঝে? শুধু তার ডালে/ উড়ে এসে বসে ভাবে— 'তারা মুক্ত সব আকাশের তলে।'/ ডানার বাতাসে ঝরা পাতা সে কি ভাবে মনে মনে— 'মুক্ত'?/ পাতাকুড়ানির মেয়ে, নিয়ে যায় তাকে দেখো— সেও সুখী।/ ভাত ফোটে মনে তার, শীতের সন্ধ্যায়, মাটির উনুনে।