পিয়াস মজিদের কবিতা


পিয়াস মজিদ
India's First Bengali Daily Magazine. আরও অন্ধকারে যাব/ এতটুকুতে হয় নাকি?/ তুমি এলে যতটুকু আলো/ তাতে মেশা গয়নার গন্ধ;/ চাইলে চলে যাও,/ যেকোনো গমনপথে/ সোনার ধুলো লেগে থাকে।/ জীবনের রঙ্গপুরে ঘুরেফিরে/ কালারব্লাইন্ড কুত্তারা/ এখনও 'মানুষের চোখ' বলে/ কীসের মাতাল মহড়া দেয়!/ অথচ জানি তো/ দৃষ্টি-দালালের দেশে দুর্লভ অমলিন অন্ধের আভা।