গালিব উদ্দিন মণ্ডলের কবিতা


গালিব উদ্দিন মণ্ডল
India's First Bengali Daily Magazine. চিঠির দ্বিতীয় শব্দটি/ শ্রীচরণেষু।/ আমি তো মানি সখা কবিতার প্রতিটি চরণ, তোমারই চরণ।/ আমাদের ক্রাচ লাগে না। আমাদের ওয়াকার নেই। ডাকঘরের ফকির বলেছিলেন আমাদের কোনওদিন বাত হবে না। এইসব বাতচিত চিৎ হয়ে শুয়ে আছে বকুলতলায়।/
যা দিনকাল পড়েছে। পায়ে পায়ে গোয়েন্দা প্যারোডি পিলে চমকায়।/ দারা সিং ডাকাতের কাছে রণ-পা চেয়ে নিলে সূর্য ঘুরে আসতে পৃথিবীর দিন দশেক সময় লাগবে। সূর্যের সিন্দুকে আগুনের খাজানা।