India's First Bengali Daily Magazine. অনেক দুঃখ পেয়ে, তবে আমি বনমালীপুরে এসেছি// এসে ভাবছি, এর চেয়ে বাণেশ্বরপুর গেলে ভাল হত// জীবন ফাটিয়ে যে রক্ত বের হল/ তাতে দু'হাত মেখে খোলা ছাদে দাঁড়িয়ে হাহা করে কাঁদলাম// কী এমন করেছি যে, একটা প্রজাপতিও ধরতে পারলাম না/ কপালে মাটি মাখিয়ে নিয়ে এ-পাড়ার মধ্যে দিয়ে ও-পাড়ার মধ্যে দিয়ে/ সে-পাড়ার মধ্যে দিয়ে হেঁটে বেড়ালাম ক’টা দিন// হে ভৈরব, তুমি কি একবার বনমালীপুরে আসবে/ যেখানে একপাশ দিয়ে খাওয়া আর অন্য পাশ দিয়ে না-খাওয়া ছুটে চলে// আমি দাঁড়িয়ে দেখি নিভৃত উঠোনে...