ভাল লাগে না
আমার আর ভাল লাগে না
সবাই খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে
. মিহিরের মতন
এইরকম দেখতে চাই
বিকেলে হেঁটে যাব আর সূর্যাস্ত গায়ে লাগবে
কাজল মিত্রের কথা মনে পড়বে
কেন যে বুক কেঁপে যায় আমার
একটা অন্ধকার দোকানের মধ্যে থেকে
. কেউ জোরে বলে ওঠে, ‘জয় হোক, জয় হোক’
আমাকে পাউডার কিনতে বলেছে বাড়ির লোক
কিন্তু আমি ভুলে যাব
আমার ভাল লাগে না; আমি ভুলে যাই
আমি ভুলে যাই তোমাকে কষ্ট দিয়েছি একদিন
আমার আর ভাল লাগে না…