‘সমাজতন্ত্র প্রতিষ্ঠায় মার্ক্স-পথ অপরিহার্য নয়’, বলার স্পর্ধা রাখতেন মার্ক্স-পণ্ডিত শঙ্কর রায়


কাজী তানভীর হোসেন
India's First Bengali Daily Journal. বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাগাজিন ও পত্রিকায় বই রিভিউ করা ও বিভিন্ন বিষয়ে পর্যালোচনার ক্ষেত্রে শঙ্করদার খ্যাতি ছিল। শঙ্করদার সঙ্গে অনলাইনে আমার দীর্ঘ সময় ধরে আড্ডা হত। তিনি মনে করতেন— মার্ক্সকে মার্ক্সবাদীরা যথাযথভাবে পাঠ করেননি। কখনও ইচ্ছাকৃতভাবে, আবার কখনও অজ্ঞতাবশত মার্ক্সকে বিকৃতির অভিযোগও তোলেন মার্ক্সবাদীদের বিরুদ্ধে। তিনি মনে করতেন, বলশেভিক বিপ্লব ছিল একটি অভ্যুত্থান, বিপ্লব নয়।