তারপর একদিন সূর্যোদয়ের আগে শুরু করব ট্রেকিং/ মধ্যাহ্নের একটু পরেই পৌঁছে যাব সূর্যাস্ত চূড়ায়—/ যেখানে মন্দির তোমার,/ চিৎকৃত নৈঃশব্দ্য দিয়ে গড়া/ ধূসর বেদির উপরে বিশাল এক ঘণ্টা, দেবতার কানের মত/ তার ঠিক নিচে বসে কাঁদব আমরা/ ফেলে আসা নদী, বজরা খেত, ভেড়ার খামার/ পাহাড়তলির চায়ের দোকানটির জন্য—/ আমরা কাঁদব প্রেম, অভিজ্ঞান, আমাদের শৈশব,/ এমনকি সূর্যমুখী খেতে ফেলে আসা মরদেহটির জন্য