একুশে ফেব্রুয়ারি: কিছু অজানা দিক


মলয়চন্দন মুখোপাধ্যায়
India's First Bengali Daily Journal. একুশে ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবস। ১৯৫২-র ওই দিনটিতে সালাম জব্বার রফিক বরকত শফিউর ভাষার জন্য শহিদ হয়েছিলেন। দীর্ঘ সংগ্রামশেষে, যার সূচনা হয়েছিল ১৯৪৮ সালে, চূড়ান্ত রূপ নিয়েছিল ওইদিন। একুশে ফেব্রুয়ারি নিয়ে আমাদের জানাটা অসম্পূর্ণ, কেন না একুশের রক্তরাঙা তারিখটিতে পাঁচজনের বেশি লোকের মৃত্যু হয়েছিল। নানান সূত্র থেকে শহিদের সংখ্যার তারতম্য দেখতে পাই। সঠিকভাবে এখন আর প্রকৃত সংখ্যা নির্ণয় করা না গেলেও তা পাঁচজনের বেশি একথা নিঃসন্দেহে বলা যায়।