লিলিপুটের লেখার টেবিল অথবা নকুলদানার জাহাজ


গালিব উদ্দিন মণ্ডল
ভেসে আসছে গুলজারের গলা, হাওয়া, মাস্তুল/ উঠে পড়লেই হয় শেষ নৌকাটি, পালতোলা/ পাহাড়ের পাদদেশে রেখে এসো পাষাণ প্রাণ//
কোথা আছে শান্তিজল, আছে কোথা বরফবৃক্ষ/ তার কাজলজ্বর মেপে দেখার মুহূর্তরা অদেখা// শেকল তুলে বেরিয়ে এসেছে খালি পা/ ঘুঙুরও জানে শব্দহীন চলে যাওয়া।