পূর্ণেন্দু মিশ্রর কবিতাগুচ্ছ


পূর্ণেন্দু মিশ্র
কুকুরের জিভ ফেটে লালচে চিৎকার গড়িয়ে পড়লে—/ ফৎফৎ করে নড়ে ওঠে পাগলের রাগ।/ সে রাগ তখন রুপোলি ঢিল হয়,/ মুঠো হাত আকাশে তুলে—/ আবারও নিচে নামালে,/ আমিও তো তেমনই নিচে নামিয়ে হাত।/ লিখছি, ভাঙছি, কাটাকুটি যা ইচ্ছে তাই করছি।/ বেহিসেবি খেলায় মুদ্রারাক্ষস।// রাস্তার কিনারে শুনি বাঁশী বেজে ওঠে।/ যে বেলুনওয়ালা বাঁশী বাজায় সে কি জানে না—/ এ ব্ল্যাকহোল সভ্যতায় তার কজন শ্রোতা ও ক্রেতা,/ তবু এমন জাদুকরী আয়োজন?/ তবু এমন ছড়িয়ে ঘরানা?/ ঘরানা ছড়িয়ে পড়ে ঘাসের আলো ছুঁয়ে,/ পরজন্ম নীল অজানায়।