India's First Bengali Daily Magazine. কাঁপছে মায়ের গলা। মাথা তুলে তাকাতেই অদ্ভুত একটা দৃশ্য দেখে অবাক হয়ে যায় ঝিনুক। চার ফুট এগারো ইঞ্চির মা ক্রমশ লম্বা হচ্ছে; লম্বা হতে হতে ছ’ফুট দু ইঞ্চির বাবাকেও ছাপিয়ে যাচ্ছে আর ভারি মায়াবী, নরম একটা আলোকবলয় যেন ঘিরে রেখেছে মাকে। স্বপ্ন কিংবা ম্যাজিক নয় তো! জোরে চোখ রগড়ে আর একবার তাকায় ঝিনুক। ওই তো, এখনও রয়েছে সেই আলোর আভা। আর দেরি করল না ঝিনুক। আশ্চর্য সেই আলোকবলয়কে ছোঁয়ার জন্য অনেক উঁচু হয়ে যাওয়া মায়ের দিকে ছুটে গেল।