সিদ্ধার্থ মজুমদারের কবিতা


সিদ্ধার্থ মজুমদার
India's First Bengali Daily Magazine. তুমি কি দেখেছ, ভূমধ্যসাগর জলে, অন্ধকারনিকষে তরঙ্গবিক্ষোভ?/ কীভাবে নিস্তরঙ্গ মাঝমাঠ ঘাসে ‘মধ্যরাত’ নেমে আসে,/ দ্রুতচারী খল, ছলেবলে ভেঙে দেয় মেরাপ-ছাদন,/ তেড়ে আসে ভয়ের পিস্তল... ছুড়ে ফ্যালে এক গলা জলে।// জানি, এইসব তিমির-মধ্যমা দ্যাখোনি কখনও তুমি...// ‘মধ্যমা’ মানে নিরাপদ নয় শুধু। হতে পারে মিথ্যাচরণ।/ চরাচর জুড়ে অপরাহ্ন মেঘের আড়ালে অনুক্ষণ ওঁৎ পেতে থাকে ক্রূর,/ উদ্বাহু পিশাচিনী মধ্যরাত হলে নেচে ওঠে কপট মুদ্রায়।