শাহেদা বেগম: বাংলাদেশের পত্রপত্রিকার আলোয়


মলয়চন্দন মুখোপাধ্যায়
India's First Bengali Daily Journal. ‘খান সিডস' নামে পরিচিত তাঁর পেঁয়াজবীজ সমগ্র বাংলাদেশে আদৃত। এবছর শাহেদা আরও বিশাল জমি লিজ নিয়ে চাষ করছেন উত্তরবঙ্গের ঠাকুরগাঁওয়ে। সেখানে একদা চিনিকল থাকায় প্রচুর আখচাষ হত। মিল বন্ধ হয়ে যাওয়ায় আখচাষের জমি অনাবাদী পড়ে আছে। ওই জমিতে ধান বা অন্য ফসলের চাষ লাভজনক নয়। তিন-চার বছর ধরে ওখানে পেঁয়াজবীজ চাষ করে সাফল্য পেয়েছেন চাষিরা। এজন্যই শাহেদার এই নতুন উদ্যোগ।