রবীন বসুর কবিতা সিরিজ: আত্মদগ্ধ ছাই


রবীন বসু
India's First Bengali Story Portal. একটি গাছের ছায়ায় প্রেম এসে বসে/ একদিন ইস্কুল-ফেরতা পথের ধুলোয়/ প্রেম হেঁটে গিয়েছিল;// এখন দু'জনে দুই বারান্দায় চাঁদ দেখি/ দু'টি অন্য বিছানায় শুই/ দেওয়ালের দিকে পাশ ফিরে/ দু'টি ভিন্ন পৃথিবীর জলজ গন্ধ পাই…// কোনও সাঁকো খুঁজে পাইনি আজও/ যা পার হলে প্রেম অগস্ত্যযাত্রা থেকে ফেরে!