শাহেদার খেতের পথে


মলয়চন্দন মুখোপাধ্যায়
India's First Bengali Daily Journal. শাহেদার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে অবিশ্বাস্য একটি তথ্য জেনেছি। গতবছর পেঁয়াজের বীজ উৎপাদন করে তিন কোটি টাকা মুনাফা হয়েছে তাঁদের। সংখ্যাটা আবার লেখা যাক, হ্যাঁ, তিন কোটি। অর্ধাহার থেকে এই পর্যায়ে উঠতে কী যে সাধনা করতে হয়েছে তাঁর, তা অনুমান করাও কষ্টসাধ্য। আমরা কেবল একটি প্রচলিত উদ্ধৃতি-ই ব্যবহার করতে পারি,— ‘বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ’। আর নিতে পারি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নাম, মাত্র আটশো টাকা পুঁজি নিয়ে যিনি ‘বেঙ্গল কেমিক্যাল’ প্রতিষ্ঠা করে কয়েক কোটি টাকায় তাঁর লাভকে নিয়ে গিয়েছিলেন।