উপন্যাসিকা: আগুন পাখির খোঁজে
প্রীতম সরকার
India's First Bengali Daily Magazine. হঠাৎ এক লোমশ হাত গলা এমনভাবে জাপটে ধরল যে, আমি চোখে অন্ধকার দেখলাম! যত চেষ্টা করছি সেই হাত ছাড়ানোর, গলার ওপর চাপ তত বাড়ছে! যে গলি দিয়ে পালানোর চেষ্টা করেছিলাম, পুলিশটা সেই গলি দিয়েই আমাকে টেনে নিয়ে গেল, যেখানে পুলিশের সেই কালো ভ্যান গাড়িটা দাঁড় করানো ছিল। শুধু দেখলাম, রাস্তায় রক্তাক্ত অবস্থায় মরে পড়ে রয়েছে সেই পুলিশ কনস্টেবলের মৃত শরীরটা। যাকে আমি ভোজালির কোপ মেরেছিলাম।