
ছোটগল্প: বিবেকের টান
ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| সুদীপের পরিষ্কার কানের কাছে যেন তখনও বেজে চলেছে, ‘তুই কি শকুন নাকি! ওভাবে মানুষের মৃত্যুর জন্য অপেক্ষা করছিলি! যাঁদের পরিবারের মানুষের অপঘাতে মৃত্যু হয়েছে, তাঁদের কথা একবারও চিন্তা হয় না! কী নরপিশাচ হয়েছিস তুই!’ এর বেশি কিছু মনে পড়ছিল না সুদীপের।