
অ্যাম্পিয়ার: যাঁর নাম আমাদের প্রতিদিনের উচ্চারিত একটি শব্দ
India’s First Bengali Daily Magazine. ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এর মধ্যে সম্পর্ক নিয়ে অ্যাম্পিয়ারের তত্ত্বর কথা স্কুলে বিজ্ঞানের ক্লাসে সবাইকে পড়তে হয়। অ্যাম্পিয়ারের ওই ভিত্তিস্থাপনই পরবর্তীকালে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এই দুটি শাখাকে নানা দিকে আরও পল্লবিত ও সমৃদ্ধ করে তোলে। সহজ ও সাধারণ একটি পরীক্ষা থেকে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এলেন! একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো হলে চৌম্বকক্ষেত্র তৈরি হয়। তৈরি-হওয়া এই চৌম্বকক্ষেত্র, পরিবাহী তারটির নীচে বসানো চুম্বক-শলাকার বিক্ষেপ ঘটায়।