কল্পোত্তমের একগুচ্ছ কবিতা


উত্তম মাহাত
বৃষ্টি ঝরানোটাই আবশ্যিক নয়/ হিসেবের খাতা একটা রেখে দিয়ো/ নিত্যদিন যাওয়া-আসার পথ-পাশে।// সেই তোমার আবশ্যিক চাঁদ হবে/ আলো দেবে ফসলের খেতে।// দুর্যোগ শুধুই তোমার নয়/ আমারও খড়োচাল এলোমেলো করে যেতে পারে।/ সংকেত বোঝো/ কোন মেঘ বৃষ্টির, কোন মেঘ ঝড়ের নাচন আনে/ আনে, গড়ে তোলা সবকিছু/ ভেঙে দেওয়া ঢেউ।// গড়ে তোলো অথবা ভেঙে ফেলো/ দুটোকেই মনে রাখে ইতিহাস// আমি শুধু আলো দেখাই/ তোমার গড়ে তোলার সময়/ একান্ত আপন নিয়মে।