বিশ্ববন্দিত জ্যোতির্পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এবং একটি কবিতা


সিদ্ধার্থ মজুমদার
India's First Bengali Daily Magazine. বিশ্বাস করতে কষ্ট হয়, যে মানুষটি ‘ব্ল্যাকহোল’ সম্পর্কে বা ‘বিশ্বব্রহ্মাণ্ড’ সম্পর্কে আমাদের সমস্ত ধারণা বদলে দিয়েছিলেন, সেই হকিং স্কুলে একদম সাধারণ মানের ছাত্র ছিলেন এবং পরীক্ষাতে ভাল নম্বরও পাননি কখনও। এমনকি আট বছর বয়স পর্যন্ত ভাল করে পড়তে পর্যন্ত পারতেন না তিনি। তাঁর বৈপ্লবিক গবেষণার ফলাফল উপহার দিয়েছেন, তবু নোবেল পুরস্কারের জন্যে কখনও নমিনেটেড হয়নি তাঁর নাম।