সিদ্ধার্থ মজুমদারের কবিতাগুচ্ছ


সিদ্ধার্থ মজুমদার
India's First Bengali Story Portal. যে-কোনো ছায়াতেই কমবেশি মিশে থাকে/ নিস্তরঙ্গ আবছায়া, অজ্ঞেয় কিছু কিছু আলোর কণিকা// ছায়া কোনও অন্ধকার নয়,/ নয় কোনো উদ্ভাসন বা আলোর নিশানা/ সকলেরই ছায়া পড়ে : চলমান, জড় বা অজড়/ শুধু বহু দূর উঁচু-ওড়া পাখিদের ডানা/ কোনো ছায়া কালো-সাদা লেখে না!