অথ পেঁয়াজচাষ কথা


মলয়চন্দন মুখোপাধ্যায়
India's First Bengali Daily Journal. পেঁয়াজের বৈজ্ঞানিক নাম এলিয়াম সেপা (Allium cepa)। এই বর্গে আরও যেসব উদ্ভিদ পড়ে তার মধ্যে রসুন আমাদের কাছে অতি পরিচিত। হিন্দু বিধবাদের মধ্যে, এমনকি বহু হিন্দুদের মধ্যেও পেঁয়াজভক্ষণ নিষিদ্ধ (পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বিহার-উত্তরপ্রদেশের হিন্দুদের আবার পেঁয়াজ খেতে বাধা নেই)। অথচ কেন জানা নেই, বাঙালি বিধবার কাছে রসুনের স্বাদগ্রহণ বৈধ। এর ভেষজগুণের জন্যই কি? তা পেঁয়াজের ভেষজগুণ কি কিছুমাত্র কম? বিধানদাতাকে পেলে জিগ্যেস করা যেত।