সুরসম্রাজ্ঞীর ছিল অনন্য সুগন্ধী-প্রীতি


প্রীতম সরকার
India's First Bengali Daily Magazine. লতা মঙ্গেশকরের সুগন্ধী-প্রীতি ছিল অসাধারণ। দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে গড়ে তুলেছিলেন নিজের সুগন্ধীর বিশাল সংগ্রহ। তাঁর প্রতি সম্মান জানাতে ১৯৯৯ সালে ‘Lata Eau de Parfum’ নামে একটি সুগন্ধীও বাজারে আসে। চাইলে সেই সুগন্ধী নিজের সংগ্রহে নিতে পারেন। তিনি ‘স্বরাঞ্জলি’ নামে একটি হিরের গহনার কালেকশনের নকশাও করেছিলেন ভারতীয় হিরা রপ্তানি সংস্থা ‘অ্যাডোরা’-র জন্য। আজ ২৮ সেপ্টেম্বর ‘নাইটিঙ্গেল অব ইন্ডিয়া’-র জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য।