রণজিৎ হালদারের কবিতাগুচ্ছ


রণজিৎ হালদার
India's First Bengali Daily Magazine. আমার কবিতার খসড়ায় কাটাকুটি অবিন্যস্ত তোমার জন্মদিন।/ যেখানে আমি ভাঙা হরফে লিখি— অর্ধস্বর পাখির কূজন,/ লিখি— এক আকাশ পায়েস, লিখি— সুখী দম্পতি/ শালিক জুটির প্রাতঃভ্রমণ, লিখি— রঙিন প্রকৃতির বাহন/ চড়ে আসা বাসন্তীদেবীর শুভ আগমন।// আজ আট এপ্রিল। আকাশটা স্বচ্ছ সুনীল।/ হাজির বাগানে ধ্বনিত হচ্ছে বসন্ত কুহু,/ ডানায় তান ধরে উড়ছে— ভোরের ক্ষুধার্ত গাঙচিল।/ বাটি–বাটি পায়েসের ধোঁয়ায় গন্ধ ছড়াচ্ছে শুভ জন্মদিন।