রণজিৎ হালদারের কবিতা
India’s First Bengali Daily Magazine. পথের প্রান্তে এসে দাঁড়িয়েছি, দীর্ঘ পথ।/ পা হয়তো অক্ষম গন্তব্যে পৌঁছাতে; তাই/ মাথা দিয়ে হাঁটছি। চোখও হয়তো/ ক্লান্ত হয়ে পড়বে; অগত্যা কলমই চোখকে/ দিয়েছে দর্শনশক্তি।// পথ হাঁটছি আমি। পথ।/ শূন্যে লাথি ছুড়ে সরাচ্ছি— প্রতিবন্ধকতার/ বল্লার সারি। হাঁটতে হাঁটতে লোমকূপগুলো/ চমকিত হচ্ছে, পথের দু’পাশে এত ডাল্লা ও/ পিঁপড়ের গবেষণাগার!