Search
Generic filters
Search
Generic filters
রণজিৎ হালদার

রণজিৎ হালদার

রণজিৎ হালদার কবি। নিবাস ঠাকুরনগর। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের স্নাতক। পেশা টিউশন। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কবিতা লেখেন। প্রকাশিত কবিতার বই: ‘অনির্বাণ মাকে খোঁজে’, ‘উড়িয়াম কাঠের নৌকো’, ‘সুদেষ্ণানগরে’ এবং ‘রাস্তায় দাঁড়িয়ে’।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

রণজিৎ হালদারের কবিতা

India’s First Bengali Daily Magazine. পথের প্রান্তে এসে দাঁড়িয়েছি, দীর্ঘ পথ।/ পা হয়তো অক্ষম গন্তব্যে পৌঁছাতে; তাই/ মাথা দিয়ে হাঁটছি। চোখও হয়তো/ ক্লান্ত হয়ে পড়বে; অগত্যা কলমই চোখকে/ দিয়েছে দর্শনশক্তি।// পথ হাঁটছি আমি। পথ।/ শূন্যে লাথি ছুড়ে সরাচ্ছি— প্রতিবন্ধকতার/ বল্লার সারি। হাঁটতে হাঁটতে লোমকূপগুলো/ চমকিত হচ্ছে, পথের দু’পাশে এত ডাল্লা ও/ পিঁপড়ের গবেষণাগার!

Read More »

রণজিৎ হালদারের কবিতাগুচ্ছ

India’s First Bengali Daily Magazine. আমার কবিতার খসড়ায় কাটাকুটি অবিন্যস্ত তোমার জন্মদিন।/ যেখানে আমি ভাঙা হরফে লিখি— অর্ধস্বর পাখির কূজন,/ লিখি— এক আকাশ পায়েস, লিখি— সুখী দম্পতি/ শালিক জুটির প্রাতঃভ্রমণ, লিখি— রঙিন প্রকৃতির বাহন/ চড়ে আসা বাসন্তীদেবীর শুভ আগমন।// আজ আট এপ্রিল। আকাশটা স্বচ্ছ সুনীল।/ হাজির বাগানে ধ্বনিত হচ্ছে বসন্ত কুহু,/ ডানায় তান ধরে উড়ছে— ভোরের ক্ষুধার্ত গাঙচিল।/ বাটি–বাটি পায়েসের ধোঁয়ায় গন্ধ ছড়াচ্ছে শুভ জন্মদিন।

Read More »