বেবী সাউয়ের কবিতা বেবী সাউ My Other Posts May 18, 2022 No Comments শুধু তো নদীই নয়/ নৌকাও প্রবাহ হয়ে যায়// তুমি জাগো একা একা/ একাকী সন্ধ্যায়// আসলে এইটুকু স্রোত/ বাদ বাকি ভেসে যাওয়া/ একা/ তীরেতে জমাই খড়কুটো// অনেক গোধূলি আসে/ ভোরের আকাশে// আলোর ভিতর দিকে ভাসে, ভাসে আর ভাসে... কবিতা, সাহিত্য