সনেটগুচ্ছ


মলয়চন্দন মুখোপাধ্যায়
India's First Bengali Daily Magazine. তোমার দুচোখ শুকতারাটির মত/ স্বপ্ন দেখায় সুদূর সমুদ্দুরের,/ তোমার আনত চোখে হই সন্নত/ চুম্বন গাই মেঘমল্লার সুরে।/ নীলপদ্ম কি তোমার পায়ের পাতা?/ হাতের আঙুলে আলেপ্পি-কারুকাজ,/ ওষ্ঠ অধর এখনো অনাঘ্রাতা?/ সেখানে দ্রাক্ষা-আসবের মতো ঝাঁঝ?/ চলো, হাত ধরো, অরণ্যে ঝর্নায়/ নিশীথিনী জুড়ে আমরা বেড়াব শুধু/ দিন কাটে খালি বৃথা ঘরকরনায়/ ভোরের আলোয় দেখব কেবল ধূ ধূ/ সীমাহীন মেরুজ্যোতির সন্নিধান/ যেতে হবে আজ ভুলে গিয়ে পিছুটান।