সুকান্ত ভট্টাচার্য: ভিসুভিয়স-ফুজিয়ামার সহোদর এক কবি


মলয়চন্দন মুখোপাধ্যায়
'--ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মরধ্বনি বাজে', সুকান্ত লিখেছেন নিজের সম্পর্কে। বলেছেন, 'আমি এক অঙ্কুরিত বীজ'। এই বীজ মহীরুহে পরিণত হতে পারল না, বাংলা সাহিত্যের পরম দুর্ভাগ্য এটা। কিন্তু তাঁর একুশ বছরের জীবনে তিনি আভাস দিয়ে গেছেন, তাঁর সম্ভাবনা কতদূর প্রসারিত হতে পারত। সুকান্ত মানে একজন কবিমাত্র নন, তার চেয়েও আরও অধিক কিছু।