মণিশংকর বিশ্বাসের গুচ্ছকবিতা


মণিশংকর বিশ্বাস
India's First Bengali Daily Magazine. বিবাহিতা প্রেমিকার মতো আমাকে ভুলে গেছ?/ যথাযথ ভালবাসা অথবা নিঃশব্দে প্রতারণা আমি তো পারিনি।/ আজ দূর থেকে মহর্ষি বটের ফাঁক দিয়ে/ ইতিউতি সূর্যাস্তের মতো/ তোমার আদুরে মুখ মনে পড়ে।/ ঝিলের কিনারে কুয়াশালাঞ্ছিত টালির বাড়িটির মতো/ সেও ঘুমন্ত আজ; ভান?/ কিছুই বুঝি না/ কিছুই বুঝি না— বাংলা-অনার্স ক্লাসের মেয়ে