বইয়ের দোকানের কর্মচারী ছেলেটা


সিদ্ধার্থ মজুমদার
India's First Bengali Story Portal. আলো যে-ভাবে লেপ্টে থাকে পাতার সবুজে,/ ঘুমিয়ে পড়ার আগে পর্যন্ত, ছেলেটিও/ সেইভাবে থাকে বইয়ের সঙ্গে।// বই-বাঁধাই করে আর পড়ে। এভাবেই/ বহুদূর তারাদের বর্ণমালা শিখে নেয় সে,/ আকাশ আর হাওয়ার সঙ্গে কথা হয়,/ ছায়াপথের-রশ্মি সরিয়ে, চিনে নেয়—/ নিউটন, গ্যালিলিও,/ ভোল্টা ও গ্যালভ্যানি…// রাতের খাওয়া শেষে ওয়াটসের লেখা বইটি/ পড়তে-পড়তে ফ্যারাডের দু’চোখে যখন/ ঘুমের তানপুরা বেজে ওঠে,/ বালিশের পাশে রেখে দেয় ক্লান্তি আর বই।