কবিতাগুচ্ছ: এ-জীবন হাজারদুয়ারি


দেবাশিস দাশ
India's First Bengali Daily Journal. যে-কথা লেখার জন্য বহু বেলা হল গুজরান,/ যে-কথাটা ঠোঁটে নিয়ে উড়ে গেল গগনেন্দ্র চিল,/ আজ সেই কথা বলি, মনে মনে যৌবনের চাকা/ গড়িয়ে চলেছে দূর... মহাশূন্যে সূক্ষ্ম কোনও কোণে/ আমাদের হেরে-যাওয়া মাঠ থেকে যেখানে উড়ান/ খুলেছে গভীর স্বপ্নে দেখা-দেওয়া তারার মিছিল/ আর সেই পরিযাণ তাড়া ক'রে অন্ধকার পাখা/ ঝাপটাতে-ঝাপটাতে একা চিল তার আকাশ হারায়