ছোটগল্প: আরও দূর অন্ধকারে


কিঞ্জল রায়চৌধুরী
ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| পিপানের ধ্বনিত কণ্ঠস্বর অনুসরণ করে করেই হাঁটার গতি বাড়াচ্ছেন মৃদুল স্যার। কাকে যেন খুঁজছেন! কাকে যেন… ফ্লাইওভারের ওপারেই আকাশজোড়া ব্যালকনি। ব্যালকনিতে বিশাল হোর্ডিং। তাতে শরীর এলিয়ে ঠোঁট অল্প ফাঁক করে রয়েছে সানি লিওনি! লিখেছেন কিঞ্জল রায়চৌধুরী।