কিঞ্জল রায়চৌধুরী
কিঞ্জল রায়চৌধুরীর জন্ম দক্ষিণ কলকাতার কসবা এলাকায়৷ আসল নাম পার্থ রায়চৌধুরী। বালিগঞ্জ জগদ্বন্ধু ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক পাশ করেন। অল্পকালের মধ্যেই বাবার আকস্মিক মৃত্যু হলে সংকটে পড়ে পরিবার৷ আর্থিক টানাপোড়েনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে না পারায় প্রথাগত শিক্ষায় ইতি টেনে ঢুকে পড়েন কর্মজীবনে৷ রেস্টুরেন্ট, ইনস্যুরেন্স এজেন্সি, বিপিও, ফ্যাক্টরি সুপারভাইজার, এইচ আর কনসালটেন্সি, পেট ক্লিনিক, ব্র্যান্ড মার্চেন্ডাইসিং সহ বিবিধ ক্ষেত্রে কাজের বিচিত্র অভিজ্ঞতা তাঁকে জীবন চিনিয়েছে৷ লিখতে এসেছেন অল্প কয়েক বছর৷ লিটল ম্যাগাজিনের পাশাপাশি বিভিন্ন ওয়েব ও মুদ্রিত পত্রিকায় লেখেন৷