Search
Generic filters
Search
Generic filters
কিঞ্জল রায়চৌধুরী

কিঞ্জল রায়চৌধুরী

কিঞ্জল রায়চৌধুরীর জন্ম দক্ষিণ কলকাতার কসবা এলাকায়৷ আসল নাম পার্থ রায়চৌধুরী। বালিগঞ্জ জগদ্বন্ধু ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক পাশ করেন। অল্পকালের মধ্যেই বাবার আকস্মিক মৃত্যু হলে সংকটে পড়ে পরিবার৷ আর্থিক টানাপোড়েনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে না পারায় প্রথাগত শিক্ষায় ইতি টেনে ঢুকে পড়েন কর্মজীবনে৷ রেস্টুরেন্ট, ইনস্যুরেন্স এজেন্সি, বিপিও, ফ্যাক্টরি সুপারভাইজার, এইচ আর কনসালটেন্সি, পেট ক্লিনিক, ব্র্যান্ড মার্চেন্ডাইসিং সহ বিবিধ ক্ষেত্রে কাজের বিচিত্র অভিজ্ঞতা তাঁকে জীবন চিনিয়েছে৷ লিখতে এসেছেন অল্প কয়েক বছর৷ লিটল ম্যাগাজিনের পাশাপাশি বিভিন্ন ওয়েব ও মুদ্রিত পত্রিকায় লেখেন৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছোটগল্প: আরও দূর অন্ধকারে

ভালভাষা উৎসব সংখ্যা ২০২৩|| পিপানের ধ্বনিত কণ্ঠস্বর অনুসরণ করে করেই হাঁটার গতি বাড়াচ্ছেন মৃদুল স্যার। কাকে যেন খুঁজছেন! কাকে যেন… ফ্লাইওভারের ওপারেই আকাশজোড়া ব্যালকনি। ব্যালকনিতে বিশাল হোর্ডিং। তাতে শরীর এলিয়ে ঠোঁট অল্প ফাঁক করে রয়েছে সানি লিওনি! লিখেছেন কিঞ্জল রায়চৌধুরী।

Read More »