ডাইনোসরের যুগ থেকে পৃথিবী গ্রহের বাসিন্দা এই গাছ


পার্থপ্রতিম রায়
India's First Bengali Daily Magazine. ওলেমি গাছের প্রাচীনতম জীবাশ্মটির বয়স ২ কোটি বছর বলে জানা গিয়েছে। মাত্র ৬০ হাজার বছর আগে ধরণিতে আসা আধুনিক মানুষের তাই ওলেমি গাছ নিয়ে বিস্ময়ের অন্ত নেই। গত বছরের গোড়ায় অস্ট্রেলিয়ায় সর্বগ্রাসী বনাগ্নির হাত থেকে তাদের রক্ষা করেছে মানুষই। না হলে বিশ্ব থেকে চিরতরে মুছে যেতে পারত আদিমতম তরু-প্রজাতিটি।