কবি ও বিজ্ঞানী মিরোস্লাভ হোলুব


সিদ্ধার্থ মজুমদার
India's First Bengali Daily Magazine. মিরোস্লাভ হোলুব চিকিৎসাবিজ্ঞানে এমডি ডিগ্রি এবং ইমিউনোলজি ক্ষেত্রে গবেষণা করে PhD ডিগ্রি পান। বস্তুত তিনি ছিলেন ‘ইমিউনোলজি’ ক্ষেত্রে একজন বিশিষ্ট গবেষক বিজ্ঞানী। তা বোঝা যায় সহজেই, কারণ ১৫০টিরও বেশি গবেষণাপত্রের রচয়িতা তিনি। বিভিন্ন হাসপাতাল এবং গবেষণা প্রতিষ্ঠানে মাইক্রোবায়োলজি ক্ষেত্রে কাজ করেছেন। তিনি বলতেন, ‘কবিতা’ তাঁর কাছে ছিল বিজ্ঞানের জগৎ থেকে পালিয়ে আশ্রয় নেওয়ার একটি অন্য ঠিকানা। তিনি বলতেন, তাঁর কাছে ‘বিজ্ঞান’ প্রথম, দ্বিতীয় হল কবিতা।