বিভাবসুর দীর্ঘ কবিতা


বিভাবসু
মানুষ হাতড়ে ফিরছে নিজের নিঃসঙ্গতাকে/ আর প্রতিমুহূর্তে উঠে আসছে একটা সত্য/ প্রতিমুহূর্তে পূর্ণতা পাচ্ছে একটাই অভিবচন/ একটা ভুলশরীরে ঢুকে পড়েছে একটা ভুলআকাশ/ একটা ভুলজানালার পাশে তাই একটা ভুলমানুষ/ অনেক ভুলকান্নায় ভাসিয়ে দিচ্ছে চরাচর// আসলে কৃষকজন্মের চেয়ে মহৎ কোনো জীবিকা নেই