India's First Bengali Daily Journal. কেন যে মিথ্যা কথা বলেছ ইন্দ্রাণী/ কেন এ শুকনো ঘাসে ফুটিয়েছ ফুল?/ মৌসুমী বায়ু সে তো যাওয়া আসা করে,/ কিছু ফুল ফোটে, কিছু কুঁড়িতেই ঝরে/ বাতাসের দোষ নেই, সে তো বড় ভাল/ বসন্তের হাত ধরে তাই সে হারাল—// কেন তুমি ইন্দ্রাণী স্বপ্ন দেখাও?/ কবিকে কবর থেকে উঠিয়ে লেখাও!/ সেই মেয়ে যার মুখে প্রথম পুরুষ—/ ইস্কুলে যেতে যেতে কত কথা বলে,/ দিদি তো তোমার প্রিয়, তাই বুঝি তুমি/ কবিকে একলা পেয়ে সবই যে উগরালে!