ভুলতে চাই
যা হতে পারে তা ভাবতে গিয়ে— যা হয়েছে তা ভুলতে চাই।
রেল দুর্ঘটনায় বিনা দোষে প্রাণ হারিয়েছেন যে যাত্রীরা, তাঁদের সমবেদনা জানাই।
মাওবাদী নাশকতায় মৃত্যু হয়েছে যে জওয়ানের, আর পুলিশের গুলিতে শহিদ হয়েছে যে মাওবাদী, প্রত্যেকের প্রতিই আমার শ্রদ্ধা ঝরে পড়ে!
অত্যাচারিত পুরুষ, নারী, ধর্ষিতারা এই অক্ষম কবিকে সহানুভূতি জানান— বিনা দোষে গুলি খেয়েছে যে লোক, সে কবির দীর্ঘায়ু কামনা করে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে!
যা হতে পারে তা ভাবতে গিয়ে, যা হয়েছে তা ভুলতে চাই।