মলয় গোস্বামীর একগুচ্ছ কবিতা


মলয় গোস্বামী
যদি আমি সত্যি লিখি মৃত্যু অবধি/ ফাঁকা হয়ে পড়ে থাকব ফুঁ-হীন বাঁশি.../ দেখে যাব— তোমার জন্ম ও মৃত্যু/ অবধারিত বাংলায় মাখা৷// পরকালে যেতে যেতে/ তোমার ঠোঁটের সামনেই ফট্ করে বেঁকে যাবে/ কবিতার শাখা...// এরকম ভালবেসেই কত আলো আমাদের হল!/ তোমার সমস্ত ভাঁজে— আমরাই হয়ে গেছি/ ভয়ানক বোনা!