Search
Generic filters
Search
Generic filters
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ছবিবৃত্তান্ত

পুরো নাম ছায়াছবি, ছোট করে ছবি। সেই ছবিকে আজকের স্তরে তুলে ধরতে যুগ যুগ ধরে মানুষের যে নিষ্ঠা ও পরিশ্রম জড়িয়ে আছে, তা ভাবতে বসলে বিস্ময়ে হতবাক হতে হয়। এর পেছনে আছে কত সাফল্য, ব্যর্থতা, সুখদুঃখ ও নানান মজার কাহিনি। ছবির দুনিয়ার সেইসব অনবদ্য গল্পকাহিনি নিয়ে ধারাবাহিক ‘ছবিবৃত্তান্ত’।

ষষ্ঠ কিস্তি

স্প্যানিশ-আমেরিকান যুদ্ধ শেষ হতে না হতেই শুরু হয়ে গেল আলাস্কার স্বর্ণসন্ধানের উত্তেজনা। ক্যামেরা ছুটল স্বর্ণসন্ধানীদের পিছন পিছন। এডিসনের দুই কর্মী রবার্ট বনাইন ও টম ক্যারাহান দুজনেই চলচ্চিত্রকার। ক্যারাহানের পারিশ্রমিক ছিল ফুট প্রতি ৫ ডলার।

১৮৯০-এর ৩ ডিসেম্বর Coney Island Sporting Club-এ রাত্রিবেলা মুষ্ঠিযুদ্ধের ছবি তোলার আয়োজন করা হল। ক্যামেরায় বিজারা। তিনি প্রায় চারশোটি আর্কল্যাশ ঝোলান। তার ফলে, উত্তাপে মুষ্ঠিযোদ্ধাদের প্রাণ ওষ্ঠাগত। আবার বৈদ্যুতিক তার প্রচণ্ড উত্তাপে গলে যাওয়ার উপক্রম হলে বরফ চাপা দিয়ে সুইচগুলোর উত্তাপ কমানো হল। মুশকিল হল, আগুন লাগার হাত থেকে উদ্ধার পাওয়া গেলেও মুষ্ঠিযোদ্ধাদের ওপর শুরু হল গরমজলের বৃষ্টি। তবে এত কাণ্ডের পরও ছবি উঠেছিল ভাল। সবচেয়ে বড় ঘটনা হল, ছবি তোলা আর সূর্যালোকের উপর নির্ভরশীল রইল না।

অস্কার মেস্টার (১৮৬৬-১৯৪৩) তাঁর স্টুডিওতে কৃত্রিম আলোয় ছবি তুলতে সমর্থ হন ১৮৯৭ সালে।

বিংশ শতাব্দীতে চলচ্চিত্র ভুগতে লাগল বৈচিত্র্যের অভাবে। সেই সময়েই জেমস এইচ হোয়াইট এবং পোর্টার, দুজনে মিলে তুলে ফেলেন ‘Life of an American Fireman’। পুরোপুরি না হলেও এতে একটা নির্দিষ্ট গল্প বলার চেষ্টা দেখা গেল। গল্পটা জানানো যাক।

প্রথমেই দমকল বাহিনীর প্রধান দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এর বিভিন্ন বিভাগ ও ব্যবস্থাপনার সঙ্গে। দৃশ্যান্তরে দেখা যায়, একটি সাধারণ বাড়ি, ভিতরে দোলনায় ঘুমোচ্ছে একটি বাচ্চা, জানালার পর্দা উড়ছে হাওয়ায় আর ঠিক তার নিচেই উনুনে জ্বলছে আগুন। হঠাৎই হাওয়ায় দোলা পর্দায় আগুন ধরে যায়, ধোঁয়ায় ভরে যায় ঘর। দৃশ্যান্তরে দমকল কেন্দ্রে বিপদসঙ্কেত বাজে। কর্মীরা গাড়িতে ওঠে। গাড়ি দ্রুত গতিতে ছুটতে থাকে গন্তব্যস্থলের দিকে। আবার দৃশ্যান্তরে দোলনায় বাচ্চা, অসহায় মা। নাটকীয়তার চূড়ান্ত পর্যায়, জানা যায় আগুন লাগা বাড়িটি দমকল প্রধানেরই। আগুন নিভিয়ে মা ও শিশুকে বিপন্মুক্ত করার পরেই ক্লোজআপ শটে ছবি শেষ হয়।

এরপর পোর্টার বিখ্যাত মঞ্চসফল নাটক ‘The Great Train Robbery’-র চলচ্চিত্রায়ণ করে পৃথিবীতে সিনেমার ইতিহাসে স্মরণীয় মানুষ হয়ে গেলেন।

১৯০৩ সালে শুরু হয় ছবির কাজ। একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে, নিউ জার্সির প্যাটারসন নামে এক জায়গায় ট্রেনের দৃশ্যগুলো তোলা হয় ও ঘোড়দৌড়ের দৃশ্যগুলি নেওয়া হয় এসেক্স কাউন্টি পার্কে। নতুন নতুন পদ্ধতি সহযোগে ছবিটি প্রবল জনপ্রিয়তা পায়। ছবিটি দেখানো হয় Eden Musée, Huber’s Museum ও Hammerstein’s Victoria প্রেক্ষাগৃহে।

১৯০৭ সালে ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ (১৮৭৫-১৯৪৮) নিউ ইয়র্কে আসেন, পকেটে ‘La Tosca’-র চিত্রনাট্য। জীবিকার জন্য বই বিক্রি, অভিনয় ও লুই ভিলের খবরের কাগজে রিপোর্টারের চাকরি করেছেন। তিনি দেখা করলেন এডিসনের লোকজনের সঙ্গে। পোর্টার তখন ‘Rescued from an Eagle’s Nest’ করার পরিকল্পনা করছেন। গ্রিফিথের চিত্রনাট্যের কিছু হল না ঠিকই, তবে পোর্টারের ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। এলেন বায়োগ্রাফ কোম্পানিতে। গ্রিফিথের সঙ্গে সঙ্গে মিশেল সিনোট (১৮৮০-১৯৬০)-ও ভাগ্য ফেরানোর চেষ্টা চালাচ্ছিলেন। পরবর্তীকালে ইনি ম্যাক সিনোট নামে বিখ্যাত হয়েছিলেন। বায়োগ্রাফ-এর আলোকচিত্রী তথা মালিকের ভাই আর্থার মার্ভিন ও দাদা এইচ এন মার্ভিনের সঙ্গে কথাবার্তা বলে গ্রিফিথকে ছবি করার সুযোগ দিলেন। ‘The Adventures of Dollie’ ছবি করে আত্মপ্রকাশ করলেন যুগান্তকারী পরিচালক ডি উব্লিউ গ্রিফিথ। জিপসিরা একটা বাচ্চাকে কীভাবে অপহরণ করল, তাই নিয়ে মাত্র ৯ মিনিটের একটি ছবি, যার অধিকাংশই বাইরে তোলা, তবে কিছু অন্তর্দৃশ্যও গৃহীত হয়েছিল। চলচ্চিত্র জগতে গ্রিফিথের স্থান পাকা হয়ে গেল।

হোরেস প্লিম্পটন নামে এক কার্পেট ব্যবসায়ী এডিসনের চলচ্চিত্র বিভাগে যোগ দিলে, পোর্টার কাজ ছেড়ে দেন, কারণ পোর্টারের প্লিম্পটনের অধীনে কাজ করা সম্ভব ছিল না। পোর্টার উইলিয়াম সোয়ানসন নামে এক ভদ্রলোকের সহযোগিতায় তৈরি করেন Rex নামক প্রতিষ্ঠান, যার ট্রেডমার্ক ছিল অর্ধবৃত্তাকার তারার মালা। পরবর্তীকালে এই রেক্স-ই ‘প্যারামাউন্ট পিকচারস’ নামে বিখ্যাত হয়।

১৯১০। চলচ্চিত্রের নামকরণের জন্য The Essanay Film Company একটা প্রতিযোগিতার ব্যবস্থা করে। যদিও Kinetoscope, Nickelette, Theatorium, Nickelshow নামগুলি এবং ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানি ছাড়া Cinema নামটি এবং ১৯০৯ সাল থেকেই আমেরিকার কাগজপত্রে Movie শব্দটি চালু ছিল। তবু এডগার স্ট্রাকোশ নামক জনৈক সঙ্গীতজ্ঞ ‘Photoplay’ নাম দিয়ে প্রথম পুরস্কারের ২৫ ডলার জিতে নেন ঠিকই, তবে Movie নামকে ছাপিয়ে যাওয়া সম্ভব হয়নি।

১৯১৩-র ১ অক্টোবর গ্রিফিথ বায়োগ্রাফ কোম্পানির কাজে ইস্তফা দিয়ে মিউচুয়াল ফিল্ম কর্পোরেশন-এ মোটা মাইনে, মালিকানার অংশ ছাড়াও নিজে বছরে দু’খানা ছবি তৈরির শর্তে চুক্তিবদ্ধ হলেন। চিত্রনাট্য বিভাগের প্রধান ফ্রাঙ্ক উডস গ্রিফিথকে থমাস ফ্রেডরিক ডিক্সন জুনিয়র-এর লেখা ‘The Clansman’-এর চিত্রনাট্য দেখালেন। আমেরিকার গৃহযুদ্ধের পটভূমিতে লেখা এই চিত্রনাট্য গ্রিফিথকে আকর্ষণ করে এবং তিনি সিদ্ধান্ত নেন ছবিটি তিনি করবেনই। তখনকার দিনে বিপুল অঙ্কের ছবিটি নির্মাণ করতে গিয়ে অর্থাভাবে কাজ ছ’বার বন্ধ হয়ে যায়। তবে সব বাধা পেরিয়ে ১৯১৪-র জুলাই থেকে অক্টোবর অবধি ছবি তোলা হয় ও পরবর্তী তিন মাস চলে সম্পাদনার কাজ।

১৯১৫-র ৮ ফেব্রুয়ারি রাতে বারো রিলের ‘The Clansman’-এর প্রথম প্রদর্শনী হয় Clune’s Auditorium-এ। বিস্ময়ে হতবাক দর্শককুল। শঙ্কিত রাজনৈতিক নেতারা। পুলিশকে সতর্ক করা হয় দাঙ্গার আশঙ্কায়।

হোয়াইট হাউসে রাষ্ট্রপতি উইলসন-এর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা, বিচারপতিরাও মুগ্ধ ও স্তব্ধ। উইলসনের মন্তব্য, ‘It is like writing history with lightning’।

Advertisement

১৯১৫-র ২০ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের রোজ গার্ডেনে ছবিটি দেখার পর ডিক্সন গ্রিফিথকে ছবির বলিষ্ঠ প্রয়োগকুশলতার চাহিদানুযায়ী ‘The Clansman’-এর বদলে ‘The Birth of a Nation’ নামকরণের আবেদন জানান।

৩ মার্চ, ১৯১৫-য় নিউ ইয়র্কের লিবার্টি থিয়েটারে ‘The Birth of a Nation’ মুক্তি পেল। টিকিটের দাম ২ ডলার। এযাবৎ মুক্তিপ্রাপ্ত সমস্ত ছবিকে ম্লান করে দেয় এই ছবি। এমনকি ছবি তৈরির ৯ বছর পরও এই ছবির টিকিট বিক্রির হার ওই প্রেক্ষাগৃহের ইতিহাসে সর্বোচ্চ। সবচেয়ে বিতর্কিত ছবি হিসেবে ঝড় তুলল এই ছবি। সামাজিক, রাজনৈতিক, সেন্সর সব ব্যাপারেই সমস্যা। সে এক হুলুস্থূল কাণ্ড। মেয়রের অনুরোধে গ্রিফিথকে দাঁড়াতে হল বিশেষ কমিটির সামনে। ছবি থেকে বাদ দেওয়া হল ১৭০টি ফ্রেম। বাকি ১৩৭৪টির প্রদর্শন সময় রইল ১৬৫ মিনিট।

এই ছবি তৈরি করতে খরচা হয়েছিল ১,১০,০০০ ডলার। আর কিছু দিনের মধ্যেই আয় হয় ১,৮০,০০,০০০ ডলার। বর্ণনাধর্মী দৃশ্যগ্রহণ (panning), সম্পাদনার বিপরীত ও অনুষঙ্গ সুরের মিশ্রণ (Contrapuntal editing), সত্যি রাতের দৃশ্যগ্রহণ, স্বপ্নদৃশ্যের ব্যবহার, বিশেষ মেজাজের জন্য বিভিন্ন বর্ণ ব্যবহার এই ছবিকে এক বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় বসাল।

গ্রিফিথের ‘Intolerance’ (১৯১৬) এবং জার্মানিতে তৈরি ‘Isn’t Life Wonderful’ (১৯২৪) সৃষ্টি করেছিল নয়াবাস্তববাদের (Neorealism), যা রাজনৈতিক গোঁড়ামি, ধর্মীয় সংস্কার ইত্যাদির উত্তরস্বরূপ হয়েছিল।

চার্লস চ্যাপলিন (১৮৮৯-১৯৭৭) ১৯১০ সালের অক্টোবর মাসে ইংল্যান্ড থেকে আমেরিকা আসেন একটি নাট্যদলের সঙ্গে। ফ্রেড কার্নো-র এই দলের সঙ্গে চ্যাপলিন আমেরিকা আসার আগেই, সতেরো বছর বয়সেই তিনি মোটামুটিভাবে স্টেজ কমেডিয়ান হিসেবে প্রতিষ্ঠিত। The Keystone Film Company-র অধিকর্তা ম্যাক সেনেট-এর নজর পড়ল চ্যাপলিনের ওপরে। সেনেটের অনুরোধে, সপ্তাহে দেড়শো ডলার পারিশ্রমিক দিতে রাজি হয়ে যায় অ্যাডাম কেসেল ও চার্লস বাউম্যান-এর কোম্পানিটি। ১৯১৩-র শেষ দিকে মঞ্চ ছেড়ে চলচ্চিত্রে যোগ দেন চ্যাপলিন। ম্যাক সেনেট শুধুমাত্র চ্যাপলিনের আবির্ষ্কতা হিসেবেই নন, স্ক্রিন কমেডির জনক হিসেবেও চিহ্নিত হয়ে আছেন তিনি। Keystone-এ থাকাকালীন চ্যাপলিন পঁয়ত্রিশটি ছবি করেন। সেনেট বিচক্ষণতার সঙ্গেই সিদ্ধান্ত নেন, চ্যাপলিনের ছবির সব দায়িত্বই চ্যাপলিনের।

তথ্য সহায়তা: চলচ্চিত্রের আবির্ভাব— জগন্নাথ চট্টোপাধ্যায়

।।। সমাপ্ত ।।।

কভার: Rescued from an Eagle’s Nest।/ চিত্র : গুগল

ছবিবৃত্তান্ত প্রথম কিস্তি

ছবিবৃত্তান্ত দ্বিতীয় কিস্তি

ছবিবৃত্তান্ত তৃতীয় কিস্তি

ছবিবৃত্তান্ত চতুর্থ কিস্তি

ছবিবৃত্তান্ত পঞ্চম কিস্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 8 =

Recent Posts

মো. বাহাউদ্দিন গোলাপ

জীবনচক্রের মহাকাব্য নবান্ন: শ্রম, প্রকৃতি ও নবজন্মের দ্বান্দ্বিকতা

নবান্ন। এটি কেবল একটি ঋতুভিত্তিক পার্বণ নয়; এটি সেই বৈদিক পূর্ব কাল থেকে ঐতিহ্যের নিরবচ্ছিন্ন ধারায় (যা প্রাচীন পুথি ও পাল আমলের লোক-আচারে চিত্রিত) এই সুবিস্তীর্ণ বদ্বীপ অঞ্চলের মানুষের ‘অন্নময় ব্রহ্মের’ প্রতি নিবেদিত এক গভীর নান্দনিক অর্ঘ্য, যেখানে লক্ষ্মীদেবীর সঙ্গে শস্যের অধিষ্ঠাত্রী লোকদেবতার আহ্বানও লুকিয়ে থাকে। নবান্ন হল জীবন ও প্রকৃতির এক বিশাল মহাকাব্য, যা মানুষ, তার ধৈর্য, শ্রম এবং প্রকৃতির উদারতাকে এক মঞ্চে তুলে ধরে মানব-অস্তিত্বের শ্রম-মহিমা ঘোষণা করে।

Read More »
মলয়চন্দন মুখোপাধ্যায়

বুদ্ধদেব বসু: কালে কালান্তরে

বুদ্ধদেব বসুর অন্যতম অবদান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য (Comparative Literature) বিষয়টির প্রবর্তন। সারা ভারতে বিশ্ববিদ্যালয়-মানে এ বিষয়ে পড়ানোর সূচনা তাঁর মাধ্যমেই হয়েছিল। এর ফল হয়েছিল সুদূরপ্রসারী। এর ফলে তিনি যে বেশ কয়েকজন সার্থক আন্তর্জাতিক সাহিত্যবোধসম্পন্ন সাহিত্যিক তৈরি করেছিলেন তা-ই নয়, বিশ্বসাহিত্যের বহু ধ্রুপদী রচনা বাংলায় অনুবাদের মাধ্যমে তাঁরা বাংলা অনুবাদসাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। অনুবাদকদের মধ্যে কয়েকজন হলেন নবনীতা দেবসেন, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুবীর রায়চৌধুরী প্রমুখ। এবং স্বয়ং বুদ্ধদেব।

Read More »
দেবময় ঘোষ

দেবময় ঘোষের ছোটগল্প

দরজায় আটকানো কাগজটার থেকে চোখ সরিয়ে নিল বিজয়া। ওসব আইনের বুলি তার মুখস্থ। নতুন করে আর শেখার কিছু নেই। এরপর, লিফটের দিকে না গিয়ে সে সিঁড়ির দিকে পা বাড়াল। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে উঠে বসল গাড়িতে। চোখের সামনে পরপর ভেসে উঠছে স্মৃতির জলছবি। নিজের সুখের ঘরের দুয়ারে দাঁড়িয়ে ‘ডিফল্ট ইএমআই’-এর নোটিস পড়তে মনের জোর চাই। অনেক কষ্ট করে সে দৃশ্য দেখে নিচে নেমে আসতে হল বিজয়াকে।

Read More »
সব্যসাচী সরকার

তালিবানি কবিতাগুচ্ছ

তালিবান। জঙ্গিগোষ্ঠী বলেই দুনিয়াজোড়া ডাক। আফগানিস্তানের ঊষর মরুভূমি, সশস্ত্র যোদ্ধা চলেছে হননের উদ্দেশ্যে। মানে, স্বাধীন হতে… দিনান্তে তাঁদের কেউ কেউ কবিতা লিখতেন। ২০১২ সালে লন্ডনের প্রকাশনা C. Hurst & Co Publishers Ltd প্রথম সংকলন প্রকাশ করে ‘Poetry of the Taliban’। সেই সম্ভার থেকে নির্বাচিত তিনটি কবিতার অনুবাদ।

Read More »
নিখিল চিত্রকর

নিখিল চিত্রকরের কবিতাগুচ্ছ

দূর পাহাড়ের গায়ে ডানা মেলে/ বসে আছে একটুকরো মেঘ। বৈরাগী প্রজাপতি।/ সন্ন্যাস-মৌনতা ভেঙে যে পাহাড় একদিন/ অশ্রাব্য-মুখর হবে, ছল-কোলাহলে ভেসে যাবে তার/ ভার্জিন-ফুলগোছা, হয়তো বা কোনও খরস্রোতা/ শুকিয়ে শুকিয়ে হবে কাঠ,/ অনভিপ্রেত প্রত্যয়-অসদ্গতি!

Read More »
শুভ্র মুখোপাধ্যায়

নগর জীবন ছবির মতন হয়তো

আরও উপযুক্ত, আরও আরও সাশ্রয়ী, এসবের টানে প্রযুক্তি গবেষণা এগিয়ে চলে। সময়ের উদ্বর্তনে পুরনো সে-সব আলোর অনেকেই আজ আর নেই। নিয়ন আলো কিন্তু যাই যাই করে আজও পুরোপুরি যেতে পারেনি। এই এলইডি আলোর দাপটের সময়কালেও।

Read More »