আব্বাস কিয়ারোস্তমি (২২ জুন ১৯৪০-৪ জুলাই ২০১৬) মুখ্যত একজন ইরানি চলচ্চিত্রনির্মাতা। পাশাপাশি তিনি একজন কবি এবং চিত্রগ্রাহক। তাঁর কবিতাগুলির রেটিনায় ধরা পড়ে ইরানের শারীরবৃত্তীয় রুক্ষতার চিত্রকল্প। মিচেল বিয়ার্ড এবং আহমেদ কারমিনি হাক্কাক অনূদিত, কিয়ারোস্তমির লেখা ‘ওয়াকিং উইথ দ্য উইন্ড’ (২০০১) কাব্যগ্রন্থ থেকে ছ’টি কবিতা বাংলা ভাষান্তরে।
১
একটি সাদা পায়রা
উড়ে এসে বসে তারে।
তারপর গুলির শব্দে
হারিয়ে যায়।
কুয়াশায়।
২
তু
ষা
র
পা
ত
পড়ে আসে দিন
তু
ষা
র
পা
ত
যেন রাতের রঙিন।
৩
চাপ চাপ নালি ঘাস
জমে আছে
কবরে।
কেবল দাঁড়িয়ে
নতুন পাষাণ ফলক তিনটে।
মাথা উঁচু করে।
পাথরে ঘাস গজায়নি কোনওদিন।
৪
যেভাবে গলে যায় বরফ।
সেভাবেই, দ্রুত
হারিয়ে যাব।
আমরা।
তুমি কিংবা আমি।
৫
দামামার শব্দে
ভয় পাই।
যুদ্ধশেষে কি
পার্থেনিয়াম চারাগুলো
দাঁড়িয়েই থাকবে? মাথা তুলে?
৬
একশো লেঠেল
দল বাঁধে কেল্লার সামনে।
বাঁশের কেল্লা।
চাঁদের আলোয়
তিতুমিরের স্বপ্ন।
খুব সুন্দর