আব্বাস কিয়ারোস্তমির কবিতা
আব্বাস কিয়ারোস্তমি (২২ জুন ১৯৪০-৪ জুলাই ২০১৬) মুখ্যত একজন ইরানি চলচ্চিত্রনির্মাতা। পাশাপাশি তিনি একজন কবি এবং চিত্রগ্রাহক। তাঁর কবিতাগুলির রেটিনায় ধরা পড়ে ইরানের শারীরবৃত্তীয় রুক্ষতার চিত্রকল্প। মিচেল বিয়ার্ড এবং আহমেদ কারমিনি হাক্কাক অনূদিত, কিয়ারোস্তমির লেখা ‘ওয়াকিং উইথ দ্য উইন্ড’ (২০০১) কাব্যগ্রন্থ থেকে ছ’টি কবিতা বাংলা ভাষান্তরে।