শুদ্ধস্বর
আলো-দেখা কথা তীব্র হয়
অন্ধকার থাক
অন্ধকারে থাক আক্ষেপ-সমষ্টি যত।
বরাক নদীর মতো বয়ে যাবে ঠিক
ছোট ছোট সম্পর্কের ফুল
রূঢ় চোখ অক্টোপাস যদি হয়ে যায়
সভ্যতার প্রান্তদেশে
শুদ্ধ এক নদী অশ্বত্থ জীবন পায়।
★
জলের আগুন
নরম সুন্দরে পুড়ে যায় চোখ
. বৃষ্টি নামে
বৃষ্টি নামে বুকে
মেঘ ছাড়া, আকাশ ছাড়াই
সঙ্গমের শূন্য অনুভূতি—
পাপড়ি আলোয় গোধূলি ধূসর হয়
দিকশূন্য নাচে অন্ধকার যত সুখ
জলের আগুনে তাই
. একলা দাঁড়াই।