বাপ্পাদিত্য জানা
বাপ্পাদিত্য জানার জন্ম প্রত্যন্ত গ্রামে এক কৃষক পরিবারে। পেশা শিক্ষকতা। কবিতা দিয়ে লেখালেখি শুরু হলেও বর্তমানে ছোটগল্প, প্রবন্ধ, অণুগল্প প্রভৃতি লেখেন। তাঁর প্রকাশিত কবিতা গ্রন্থ ও পুস্তিকার সংখ্যা চোদ্দোটি। প্রথম গল্পগ্রন্থ ‘ক্যালেন্ডার ও অন্যান্য গল্প’। অণুগল্পগ্রন্থ ‘স্বাধীনতা ও মাকড়সার জাল’। অ্যালবাম ‘স্পার্ক লাইন’ (এক লাইনের কবিতা ও কোলাজের যুগলবন্দী)। আঁকার বই ‘আঁকার সহজপাঠ’। উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থ ‘বিকল্প ঋত্বিক’, ‘আন্দোলন ঘটনা ও কবিতা, বঙ্গভঙ্গ থেকে সাম্প্রতিক। ১৯০৫-২০১১’, ‘আন্দোলন ঘটনা ও গল্প, সিপাহি বিদ্রোহ থেকে সাম্প্রতিক। ১৮৫৮-২০১১’, ‘অণুকবিতা সংকলন’। সম্পাদিত পত্রিকা ‘তবু্ও দৃষ্টান্ত’। বিদ্যালয় জীবন থেকে ছবি আঁকার সঙ্গে যুক্ত। বহু গ্রন্থের প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী। বিষয়ভিত্তিক কাজ করতে ভালবাসেন।